Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে যুবদল নেতা কারাগারে

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : হত্যা মামলায় সিরাজগঞ্জ জেলা যুবদলের মৎস্য ও প্রাণিবিষয়ক সম্পাদক জাকির হোসেন প্রদীপকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন যুবদল নেতা প্রদীপ। শুনানি শেষে আদালতের বিচারক মোরশেদ আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রদীপ সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনির হাজী সোহরাব হোসেনের ছেলে।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে ১৮ দলীয় জোটের হরতাল অবরোধে সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাঁতীতে পেট্রোল বোমা হামলায় পান ব্যবসায়ী গণেশ দাস নিহত হয়। এই ঘটনায় পুলিশ বিএনপি-জামায়াতের ১৪৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। এই মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা জাকির হোসেন প্রদীপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ