রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনের লক্ষ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি, গৌরীপুর বাসস্ট্যান্ডে আন্ডারপাস ও দাউদকান্দি-গোমতী সেতুর নিচে ইউলুপ নির্মাণ বিষয় নিয়ে গত রোববার কুমিল্লার সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা সভা করেছেন। এ সময় তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ সরকার উপস্থিত ছিলেন। এ প্রকল্প বাস্তবায়নে গৌরীপুর দাউদকান্দি সেতু অংশে যানজট রোধে কার্যকর ভ‚মিকা পালন করবে।
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন বলেন, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে এই প্রকল্পটি অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসেবে প্রকল্প বাস্তবায়ন করা জরুরি বলে আমি মনে করি।
কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট শুরু হলেই আমাদের উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন তার কর্মী বাহিনী নিয়ে মহাসড়কে নেমে আসেন তবে এই প্রকল্প বাস্তবায়ন হলে তার একটি স্বপ্ন পূরণ হবে সাথে যাথে যাত্রীদের দুর্দশা কমে আসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।