Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘শিক্ষার্থীদের সন্তানের মতো খোঁজখবর রাখতে হবে’

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

কোভিড-১৯ পরবর্তী সময়ে প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় তিতাস উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যানদের সাথে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ ও প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষকদের বলেন, শিক্ষার্থীদের নিজ সন্তানদের মতো খোঁজ খবর রাখুন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মান্নান, জেলা সহকারী কমিশনার অতিশ সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কে এম আবু নওশাদ। আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ ফকির, উপজেলা সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদ, সাতানী ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকার, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান হাজী আলী আশ্রাফ প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও তিতাস উপজেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ