Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১২:১০ এএম

ধর্ষণচেষ্টায় মেম্বার আটক
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে
মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউপি মেম্বর ইসমাইল মাগুরায় গ্রেফতার হয়। তার বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্রীকে যৌন নিপিড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে। গতকাল সোমবার সকালে মাগুরার আলমখালি এলাকা থেকে ইসমাইল মেম্বরকে আটক করে মাগুরা থানা পুলিশ। ইসমাইল হোসেন মৃধা বাবুখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। বিষয়টি নিশ্চিত করেন মাগুরা সদর থানার ওসি মো. নাসির উদ্দিন।


পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা
পুকুরে ডুবে ফারিহা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লক্ষীখোলা গ্রামের শওকাত আলীর মেয়ে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল দুপুরে ফারিহা প্রতিবেশী এক শিশুর সাথে খেলতে যায়। খেলার এক পর্যায়ে তারা পুকুরে গোসল করতে নামে। সহযোগি শিশুটিকে পানিতে ডুবে যেতে দেখে ফারিহা তাকে টেনে তুলে। কিন্তু এ সময় ফারিহা নিজেই পানিতে ডুবে যায়। এসময় চিৎকার শুনে লোকজন ফারিহাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।


১০ লাখ পোনা জব্দ
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা
পটুয়াখালীর মহিপুরে ১০ লাখ পিস ফাইস্যা পোনাসহ ১টি মাছ ধরা ট্রলার ও ৮ জেলেকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। গত রোববার রাতে মহিপুর থানার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের চরবিজয় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবার বাড়ি খুলনার কয়রা এলাকায়। পরে রাতেই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে এসব পোনা খাপড়াভাঙ্গা নদীতে অবমুক্ত করা হয়। এসব ফাইস্যা পোনার অবৈধ বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, দীর্ঘদিন ঘরে অবৈধ নেটজাল ব্যবহার করে কিছু অসাধু জেলেরা এসব ফাইস্যা পোনা শিকার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সকালে কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।


দু’বাংলার সাহিত্য আড্ডা
কালিগঞ্জ (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী, কবি ও সাহিত্যিক শ্যামল জানা’র সম্মানে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সাতক্ষীরার উত্তর কালিগঞ্জে সাহিত্যিক ও প্রবন্ধিক, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও আইনজীবী, কবি ও সমাজ সেবক জাফরুল্যাহ ইব্রাহিমের সঞ্চালনায় সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন ছড়াকার ও কবি আহম্মেদ সাব্বির, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, শিক্ষিকা-কবি ও উপজেলা লেডিসক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, খুলনা বেতারের নিয়মিত শিল্পী ও শিক্ষিকা কনিকা রানী সরকার, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও কবি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক ও নাট্যাভিনেতা এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু প্রমুখ। গত রোববার সন্ধ্যা ৭টা হতে রাত ১১টা পর্যন্ত ‘সাহিত্যে দুই বাংলা’ শীর্ষক সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন ভারতের চিত্রশিল্পী, কবি ও সাহিত্যিক শ্যামল জানা। মহান এ ব্যক্তির স্বরচিত কবিতা ও অভিজ্ঞতা বিনিময়ে মুগ্ধ হন অংশগ্রহনকারীগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ