Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘোড়াঘাটে শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার মামলায় পিতা কারাগারে!

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ৮:৫৩ পিএম

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের সিধল গ্রাম (পশ্চিম পাড়া) গ্রামের মৃত্যু আফজাল হোসেনের পুত্র আব্দুল হাকিম (৩৭) কে নিজের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার করেছেন এই অভিযোগে থানায় দায়ের করা মামলার প্রেক্ষিতে ঘোড়াঘাট থানা পুলিশ গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে উক্ত আব্দুল হাকিম কে গ্রেফতার করে।

শিশুটির নানী বিলকিস বেগম (৫৭) জানান, গত ১৫ বছর আগে তার ভাইয়ের ছেলে আব্দুল হাকিম এর সাথে তার মেয়ের বিবাহ হয়। ৬ বছরের সংসার জীবনে মেয়ের ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের পরেই তার মেয়েকে তালাক দেয় আব্দুল হাকিম। মেয়ের কন্যা সন্তানটিকে তিনি তার বাড়িতে রেখে লালন পালন করে আসছিলেন। শিশু কন্যা টির পিতার বাড়ি পাশাপাশি। বিলকিস বেগম এর অভিযোগ তার বাড়িতে না থাকার সুযোগে শিশুটির পিতা আব্দুল হাকিম গত ১৪ ই মার্চ দুপুরে মেয়ে শিশুটি একাকী বারান্দায় লেখাপড়া করার সুযোগে জোরপূর্বক হাঁস মুরগির ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি আত্মচিৎকারে প্রতিবেশী এগিয়ে আসলে আব্দুল হাকিম পালিয়ে যায়। প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে বলেও জানা যায়।

ঘোড়াঘাট থানার (ওসি) আবু হাসান কবির বলেন, শিশুটির নানী বিলকিস বেগম গত কাল শনিবার থানায় মামলা দায়ের করেন মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে পিতা আব্দুল হাকিম কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ