বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাজীপুর থেকে এক যুবকের লাশ দাফনের জন্য বাড়িতে নিয়ে আসলে মেরে ফেলা হয়েছে বলে দাবি করেন পরিবারের লোকজন। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। এঘটনায় নিহতের স্ত্রীসহ সাত জনকে আটক করা হয়েছে। তবে স্ত্রী বলছে খাট থেকে পড়ে গিয়ে আঘাতের পর তার মৃত্যু হয়।
জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া গ্রামের মৃত মজিবুর রহমান ছেলে দেলোয়ার হোসেন (৩০) তার স্ত্রী হাজেরা খাতুনকে নিয়ে গাজীপুর জেলার কোনাবাড়ি উপজেলার ময়লা পুকুর এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থেকে শ্রমিকের কাজ করত। এঅবস্থায় রোববার সকালে স্ত্রী হাজেরা গাজীপুর থেকে দেলোয়ারের লাশ নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া বাড়িতে নিয়ে আসে। হঠাৎ দেলোয়ারের মৃত্যুর বিষয়টি পরিবারের লোকজনের সন্দেহ তৈরি হলে এক পর্যায়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এম্বুলেন্সসহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে রোববার বিকেলে লাশ মর্গে প্রেরণ করে। এঘটনায় স্ত্রীসহ সাত জনকে আটক করে পুলিশ।
দেলোয়ারের স্ত্রী হাজেরা খাতুন (২৫) বলেন, তার স্বামী শনিবার দিবাগত রাত ১২টার দিকে খাবার না খেয়ে শরীর খারাপ লাগছে বলে ঘুমিয়ে যায়। পরে রাতে ঘুমের মাঝে খাট থেকে পরে গিয়ে গুরতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে গাজীপুর জেলার বোর্ড বাজার তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে দেলোয়ারকে আর নিয়ে যাওয়া হয়নি।এঅবস্থায় মারা যায় দেলোয়ার। পরে তার লাশ দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে আসি। এসময় পরিবারের লোকজন লাশের গায়ে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া বলেন, পরিবারের সন্দেহের ভিত্তিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় স্ত্রীসহ সাত জনকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।