Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীর সাহেব বাজারে নিষিদ্ধ আতশবাজি পটকাসহ বিক্রেতা আটক

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ৬:৪৬ পিএম

রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার নিষিদ্ধ আতশবাজি ও পটকাসহ গোলাম কবির সুমেল (৪৫) নামে এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটক সুমেল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার আবু জায়েদের ছেলে।
রাজশাহী মহানগর ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, শনিবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জরিপট্টি হাবল মিয়ার মার্কেটের একটি দোকানে বাংলাদেশে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ধরনের আতশবাজি ও পটকা বিক্রি করার দায়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দোকান তল্লাশি চালিয়ে ১৩১ প্যাকেট ছোট বড় বিভিন্ন প্রকার নিষিদ্ধ আতশবাজি ও পটকা উদ্ধার করে জব্দ করে ডিবি পুলিশ।
রাতে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদে সুমেল জানিয়েছেন, তার সহযোগী তানসুরের মাধ্যমে এগুলো ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে বিক্রির উদ্দেশে তার কাছে রেখেছিল। তিনি এগুলো মহানগরীর বিভিন্ন মার্কেটে সরবরাহ ও বিক্রি করেন। এজন্য তাকে ও সহযোগী তানসুরকেও আসামি করে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
মহানগর ডিবি কার্যালয়ে রাতভর জিজ্ঞাসাবাদ শেষে রোববার সকালে ওই মামলায় সুমেলকে গ্রেপ্তার দেখানো হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ