Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবার ওয়েব দুনিয়ায় ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ৫:১৬ পিএম

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। হিন্দিসহ একাধিক ভাষার সিনেমাতে অভিনয় করেছেন তিনি। তবে হালের নতুন সংযোজন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যায়নি তাকে। এ নিয়ে তার অনুরাগীদেরও আক্ষেপ ছিল। এবার সেই আক্ষেপ ঘুঁচতে যাচ্ছে। ঋতুপর্ণা অভিনয় করবেন ‘কাল ত্রিঘোরি’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে। হিন্দি ভাষায় নির্মিত হচ্ছে এটি। এতে তিনি অভিনয় করছেন বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খানের সঙ্গে।

জানা গেছে, ভৌতিক ঘরানার সিনেমা ‘কাল ত্রিঘোরি’। সিনেমার প্রেক্ষাপট ১৯৩০ সাল। সেই আদলে তৈরি করা হয়েছে সিনেমার সেট। গল্পের পরতে পরতে লুকিয়ে থাকবে রহস্য-রোমাঞ্চ।

এই প্রসঙ্গে ঋতুপর্ণা বলেছেন, “এটা একটা ভয়ের ছবি। সব ধরনের রোমহর্ষক বিষয়বস্তু এই ছবিতে রয়েছে। আমি নিজে খুব একটা হরোর প্রিয় মানুষ নই। কিন্তু ছবি, গল্প দারুণ মাজাদার। সম্পর্কের জটিলতাও দেখানো হচ্ছে এই ছবিতে।”

প্রথমবারের মতো ভৌতিক গল্পের সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা। সিনেমার শ্যুটিংয়ে নাকি কিছু ভৌতিক মুহূর্তের মুখোমুখি হয়েছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

আরবাজ খানের সঙ্গে অভিনয় প্রসঙ্গে ঋতুপর্ণা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আরবাজ খুবই নরম স্বভাবের মানুষ। ও খুব ডাউন টু আর্থ। আশাকরি আমাদের কেমিস্ট্রি দর্শকের ভালো লাগবে।’ সম্প্রতি ইনস্টাগ্রামে আরবাজ খানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন ঋতুপর্ণা। ছবির ক্যাপশনে তিনি তার শুভকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ