বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ভূমি ব্যবস্থপনা ডিজিটাল করা হচ্ছে। মানুষকে হয়রানিমুক্ত সেবা দিতে চাই। ভূমি মন্ত্রণালয় ইমেজ সঙ্কট কাটিয়ে উঠছে জানিয়ে তিনি বলেন, এটি ডাইনামিক মন্ত্রণালয় হিসেবে মর্যাদা পেয়েছে। তবে এখনও কিছু সমস্যা থেকে গেছে। গতকাল শনিবার একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সংবর্ধনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বঙ্গবন্ধু হলে প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিতে একুশে পদকপ্রাপ্ত সংবর্ধিত এম এ মালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই পদক চট্টগ্রামবাসীকে সম্মানিত করেছে। এমন অনুষ্ঠান আয়োজনে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং তার এই প্রাপ্তি চিরজীবনের পাথেয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন। ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।
বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাবেক সভাপতি কলিম সরওয়ার, বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।