Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্ধারিত সময়ের ১৭ দিন পর চিঠি পেল চাকরিপ্রত্যাশী

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ১২:০৭ এএম

গুরুত্বপূর্ণ চিঠি প্রাপকের হাতে পৌঁছে না দিয়ে দোকানে রেখে দেয়া এবং ফেরত পাঠানোসহ বিস্তার অভিযোগ বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ পোস্ট অফিসের এক পিয়নের বিরুদ্ধে। দীর্ঘদিন ডাক পিয়ন মহিউদ্দিনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ডাক বিভাগ। ভুক্তভোগীরা ডাক পিয়ন মহিউদ্দিনকে অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন।

কাসেমাবাদ গ্রামের বাসিন্দা তুরজাউন হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, সরকারি চাকুরি পরীক্ষার জন্য তার নামে আসা চিঠি তার ঠিকানায় পৌঁছে না দিয়ে একটি দোকানে রেখে দেয় কাসেমাবাদ পোস্ট অফিসের পিয়ন মহিউদ্দিন। পরবর্তীতে পরীক্ষা শেষ হওয়ার ১৭ দিন পর ওই চিঠি তিনি হাতে পান। ফলে তার অপূরনীয় ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করেন তুরজাউন।

একই গ্রামের ফিরোজ আহম্মেদ অভিযোগ করে বলেন, আদালত থেকে তার পিতা আবুল ফয়েজ তালুকদারের নামে চিঠি আসে। সেই চিঠি বাড়িতে পৌঁছে না দিয়ে ফেরত পাঠিয়ে দেয় ডাক পিয়ন মহিউদ্দিন। হরিসেনা গ্রামের রাকিব হোসেন অভিযোগ করেছেন, বিদ্যুৎ অফিসে নিয়োগ পরীক্ষার জন্য তার নামে আসা চিঠি পৌঁছে না দিয়ে পোস্ট অফিসের পাশের একটি দোকানে রেখে দেয় মহিউদ্দিন। পরবর্তীতে পরীক্ষা শেষ হওয়ার তিনদিন পর ওই দোকান থেকে চিঠিটি উদ্ধার করা হয়। এ বিষয়ে অভিযুক্ত ডাক পিয়ন মো. মহিউদ্দিন স্থানীয় সাংবাদিকদের বলেন, আমাদের দেখার জন্য কর্তৃপক্ষ আছে। তারা আমাদের দেখেন। তবে অভিযোগের বিষয়ে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি। কাসেমাবাদ পোস্ট অফিসের পোস্ট মাস্টার হুমায়ুন কবির বলেন, ডাক পিয়ন মহিউদ্দিনের বিষয়ে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ