Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে পাচারকালে শাল-গজারি কাঠসহ ট্রাক জব্দ, গ্রেফতার এক

তিনজনকে আসামী করে মামলা

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২২, ৯:১২ পিএম

টাঙ্গাইলের সখিপুরে পাচারকালে শাল-গজারি কাঠসহ একটি (ঢাকা মেট্টো-ট-২২-৩৩২৪) ট্রাক জব্দ ও একজনকে গ্রেফতার করেছে বনবিভাগের কর্মকর্তারা।

শনিবার (১৯ মার্চ) ভোর রাতে সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের তারাকুড়ি এলাকা থেকে কাঠগুলো জব্দ করা হয়। রাতের আধারে গজারি গাছ কেটে ভোর রাতে ট্রাকে করে গাছগুলো পাচার করা হচ্ছিল। এ সময় ট্রাক চালক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কাকড়াজান বনবিট কর্মকর্তা তৌহিদুল ইসলাম বাদী হয়ে টাঙ্গাইল বন আদালতে শনিবার দুপুরে ট্রাকের মালিক রিপন হাজীসহ সহ তিন জনের নামে মামলা দায়ের করেছেন।

টাঙ্গাইল সদর বিটের রেঞ্জ কর্মকর্তা এমরান আলী জানান, বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) স্যার এর নির্দেশ এবং গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের তারাকুড়ি এলাকা থেকে কাঠগুলো উদ্ধার করে টাঙ্গাইল বন আদালতে শনিবার দুপুরে ট্রাকের মালিক ও গজা‌রি কাঠ ব্যবসায়ী হাজী রিপনসহ তিন জনের নামে মামলা করা হয়েছে।

এ প্রসঙ্গে টাঙ্গাইল বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) সাজ্জাদুজ্জামান বলেন, সখিপুর উপজেলা থেকে পাচারকালে এক ট্রাক গজারি কাঠ উদ্ধার করা হয়েছে। এতে প্রায় ৩লাখ টাকা মূল্যের গজারি গাছ উদ্ধার করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। গাছ চোর চক্রের ব্যাপারে বনবিভাগের টহল বাহিনীর জোর তৎপরতা অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ