রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শেরপুরে পবিত্র শবে বরাত উপলক্ষে জাকের পার্টির ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া জাকের মঞ্জিলে এ ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান মো. মোস্তফা আমীর ফয়সাল। এসময় তিনি দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির বিষয়ে বলেন, আগামী ছয় মাসের মধ্যে দেশে দুর্ভিক্ষ দেখা দিবে। তাই জনগণের দুর্ভোগ লাঘবে সরকারকে আগামী তিন বছরের জন্য সেনাবাহিনীর তত্বাবধানে খাদ্য, তেল ওষুধ মজুদ করার দাবি জানান।
তিনি আরও বলেন, জাকের পার্টি বর্তমান আ.লীগ সরকারের সাথে আছে। উন্নয়নের স্বার্থে এ সরকারের সাথে ভবিষ্যতেও থাকতে চায়। জাকের পার্টির যাদের দিকে থাকে, তারাই ক্ষমতায় আসে।
তিনি বর্তমানে গঠিত নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে নির্বাচন যথাসময়েই হবে এবং জাকের পার্টি সেই নির্বাচনে অংশ নেবে। তবে নির্বাচনে জনগণের ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করার জন্য বøক চেইন পদ্ধতি ও ই-ভোটিং পদ্ধতি চালু করার দাবি করেন তিনি। এতে জালিয়াতির সুযোগ থাকবে না এবং কেন্দ্র দখলসহ নানা নৈরাজ্য বন্ধ হবে। উন্নত বিশ্বে এ ধরনের প্রযুক্তির ব্যবহার রয়েছে। তিনি জাকের পার্টির নেতৃত্বে সকলকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মো. শামীম হায়দার। এসময় জাকের পার্টির বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।