Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবজি উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় স্থানে

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ১২:১১ এএম

সবজি উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। আর এই অবস্থানের কারনে এবার নিরাপদ খাদ্য উৎপাদন ব্যবস্থাপনার দিকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে। এটা নিশ্চিত করতে পারলেই জনস্বাস্থের সুরক্ষার পাশাপাশি সম্প্রসারিত হবে সবজির রফতানি বাজার।
গত শুক্রবার বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক অনুষ্ঠানে কৃষি বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আব্দুর রৌফ ওইসব কথা বলেছেন। উপজেলার প্রত্যন্ত পল্লী মানিক দিপা বিন্না তাইড় গ্রামে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে মাঠ দিবসে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে শেরপুর ও শাজাহানপুরের ১২০ জন সবজি চাষির সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের কীটতত্ত¡ বিভাগের আয়োজনে সেখানে রাসায়নিক বালাইনাশক ছাড়া কিভাবে নতুন কৌশলে নিরাপদ সবজি উৎপাদন করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। কৃষি গবেষণা ইনস্টিটিউট বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জুলফিকার হায়দার প্রধানের সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব রবীন্দ্র শ্রী বড়–য়া, সিনিয়র সহকারি সচিব ইশরাত জাবিন প্রমুখ।
সমাবেশের আগে সিনিয়র কর্মকর্তারা বগুড়ার শেরপুর ও শাজাহানপুরের মাঠ পর্যায়ে প্রকল্পের আওতায় চলমান বরবটি ক্ষেত পরিদর্শন করেন। প্রকল্পটি বাংলাদেশে শাকসবজি ফল ও পান ফসলের পোকামাকড় দমনে জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তির উদ্ভাবন সম্প্রসারণ প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ