Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজ জেলায় শিক্ষক নিয়োগ পরীক্ষার দাবি

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ১২:১১ এএম

প্রথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিজ জেলায় দাবিতে মানবন্ধন করেছে গোপালগঞ্জে সাধারণ পরীক্ষার্থীরা। মানবন্ধন শেষে একটি র‌্যালি বেড় করে জেলা প্রশাসকের সামনে গিয়ে শেষ হয়। গতকাল শনিবার বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবে সামনে ঘণ্টাব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় হাসিবুল শেখ, নিকুঞ্জ বিশ্বাস, সিউলি কর্মকার, চন্দ্রা দাস’সহ অনেকে বক্তব্য রাখেন।
এ মানবন্ধনে বক্তারা বলেন, আমরা এমনিতেই বেকার, অর্থ সমস্যায় আছি। অনেক নারী পরীক্ষার্থী বিবাহিত তাদের অনেকের শিশু সন্তান রয়েছে। অনেকে আবার সন্তান সম্ভাবনা থাকায় ঢাকায় গিয়ে পরীক্ষা দেয়া খুবই কষ্টকর। আমাদের মত বেকার যুবক-যুবতীদের পক্ষে ঢাকায় যাতায়াত খরচ, থাকা খাওয়া খরচ বহন করা অসম্ভার। নিজ জেলায় পরীক্ষা হলে আমরা সবাই পরীক্ষায় অংশগ্রহন করতে পারবো। আমরা সরকারের কাছে দাবি করছি আমরা যেন নিজ জেলায় পরীক্ষা দিতে পারি এবং সবাই অংশগ্রহন করতে পারি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ