বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আসন্ন পবিত্র মাহে রমজান, সেই সাথে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সাধারণ মানুষকে বেশ ভোগাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার স্বল্পমূল্যে টিসিবির পণ্য সারাদেশে বিতরণ করার উদ্যোগ নিয়েছে। এই কার্যক্রমকে সফল করার জন্য ১৯ মার্চ শনিবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসন। এ জেলায় মোট ৩,০২,৯৭১ টি নিম্ন আয়ের পরিবারের নিকট ভর্তুকি মূল্যে টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম চলবে।
সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে উপস্হাপন করেন জেলা প্রশাসক ও মোহাম্মদ এনামুল হক। তিনি জানান নিম্ন আয়ের মানুষের কার্ড তৈরী ও প্যাকেট কার্যক্রম প্রস্তত রয়েছে। সরকারী কর্মচারী ও স্হানীয় জনপ্রতিনিধি'র উপস্হিতি কাল থেকে সচ্ছ প্রক্রিয়ায় বিতরন শুরু হবে ।তিনি আরও জানান ১ ম ধাপে ২ কেজি চিনি প্রতি কেজি ৫৫ টাকা ২ কেজি মশুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা দুই লিটার সয়াবিন তেল ১১০ টাকা লিটারে ক্রয় করতে পারবেন কার্ড গ্রহীতারা। সিটি এলাকায় ৭০৪০৯ জন ১৩ উপজেলা ও পৌরসভায় ২৩২৫৬২জনের কাছ ৫৬৬ টি স্পটে এ পণ্য বিতরন করা হবে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক
, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
ময়মনসিংহের সুযোগ্য জেলা প্রশাসক এনামুল হক বলেন, টিসিবির মালের কোনো প্রকার ঘাটতি নাহয় তার জন্য মনিটরিং টীম গঠন করা হয়েছে।কোথাও কোন সমস্যা দেখা দিলে তা তাৎক্ষণিক জানানোর অনুরোধ করেন।এজন্য জেলা প্রশাসক সকলের সহযোগীতা কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।