বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুটি গ্রুপ একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দিয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মাঝে আতংক দেখা দিয়েছে।
শনিবার দুপুর ৩টার দিকে সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে উভয় পক্ষ এ কর্মসূচি আহ্বান করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচ খায়রুল আনম চৌধুরী সেলিমের অনুসারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম দুপুর ৩টায় সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করে। পরে একই স্থানে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো.ওমর ফারুক পাল্টা বর্ধিত সভা আহ্বান করে।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বলেন,পাল্টাপাল্টি কোন কর্মসূচি ডাকা হয়নি। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আমি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ডেকেছি। অন্যরা অগণতান্ত্রিক ভাবে একটা মিটিং ডেকেছে। ওরা দলের বহিরাগত। ওদেরকে আমরা চিনিনা। আমাদের মিটিংয়ের আমরা পারমিশনও নিয়েছি।
সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী বলেন আমরা বর্ধিত সভা ডেকেছি। কে পাল্টা সভা ডেকেছে এ বিষয়ে আমি কিছু জানিনা।
এ বিষয়ে জানতে চাইলে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ব বিদ্যা বলেন, উপজেলা পরিষদ বন্ধ রয়েছে বন্ধ থাকবে। তাই মিলনায়তনে সমাবেশ করার সুযোগ নেই। কোন পক্ষই উপজেলা পরিষদে ঢুকতে পারবেনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।