Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের নেটফ্লিক্সে জেলেনস্কির ‘সার্ভেন্ট অফ দ্য পিপল’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২২, ৪:২৩ পিএম

ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে একজন কমেডিয়ান অভিনেতা তা এখন প্রায় সবারই জানা। তবে নতুন খবর হলো তার অভিনীত ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ কমেডি সিরিজটি আবার ফিরে আসছে নেটফ্লিক্সে। এর আগে ২০১৭–২১ সাল পর্যন্ত ধারাবাহিকটি নেটফ্লিক্সে সম্প্রচার করা হয়। গত ১৯ নভেম্বর থেকে ফরাসি–জার্মান টেলিভিশন চ্যানেল আর্তেও সেটি নিয়মিত সম্প্রচার করে নজর কেড়েছে।

সম্প্রতি এক টুইট বার্তায় জেলেনস্কির অভিনয় করা ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ ফিরিয়ে আনার খবর নিশ্চিত করেছে নেটফ্লিক্স। টুইটারে নেটফ্লিক্স জানিয়েছে, ‘আপনারা চেয়েছিলেন, তাই এটা আবার ফিরে এসেছে।’

‘সার্ভেন্ট অব দ্য পিপল’র প্রথম সম্প্রচার শুরু হয় ২০১৫ সালে। সে সময় ধারাবাহিকটি ইউক্রেনে ব্যাপক জনপ্রিয়তা পায়। সেখানে জেলেনস্কি অভিনয় করেছিলেন শিক্ষকের চরিত্রে। ধারাবাহিকটিতে দুর্নীতি নিয়ে অভিযোগ তুলে ওই শিক্ষকের একটি ভিডিও ভাইরাল হয়। এর জেরেই রাজনীতির মাঠে পা রাখেন জেলেনস্কি। ধারাবাহিকে দেখানো রাজনৈতিক দলের নামেই বাস্তবে একটি দল প্রতিষ্ঠা করা হয়। ওই দল থেকে ২০১৯ সালের নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পান জেলেনস্কি। সিরিজ শেষ হওয়ার এক মাসের মধ্যেই জেলেনস্কি আবির্ভূত হন সত্যিকারের প্রেসিডেন্ট হিসেবে।

এদিকে নতুন করে ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ এর সম্প্রচারের স্বত্ব কিনে নিয়েছে যুক্তরাজ্যের চ্যানেল ৪, গ্রিসের এএনটি ১ ও রোমানিয়ার পিআরও টিভি।

উল্লেখ্য, এ মূহুর্তে বিশ্বের সব থেকে আলোচিত ব্যাক্তির নাম ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি। খুবই কঠিন সময়ে দেশের হয়ে সামাল দিচ্ছেন যুদ্ধের ময়দান। তার নেতৃত্ব তাকে বানিয়েছে হিরো। অথচ এই মানুষটিই ছিলেন একজন কৌতুক অভিনেতা। সেখান থেকে হয়েছেন একটি দেশের প্রেসিডেন্ট। তার অভিনীত কমেডি ধারাবাহিক ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ বেশ জনপ্রিয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ