Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবন্ধকতা জয় করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি জিহাদ, হতে চান বিসিএস ক্যাডার

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২২, ৭:৩৮ পিএম

শারীরিক প্রতিবন্ধী জিহাদ। উচ্চতায় মাত্র ৩৬ ইঞ্চি। বাসা পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাঙ্গাসিয়া গ্রামে। পিতার নাম ফারুক হাসান গাজী। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় সমাজের চোখে হাসির পাত্র। এখনও বিভিন্ন সময়ে নানা সমালোচনার শিকার হতে হয় তাকে। সকল সমালোচনাকে উপড়ে ফেলে এগিয়ে চলেছেন অদ্যম গতিতে। সংকোচ ও হাজারো প্রতিবন্ধকতাকে জয় করে অংশগ্রহণ করেছিলেন গুচ্ছ ভর্তি পরীক্ষায়। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগে।

তিনি রাজধানীর মুসলিম মডার্ন একাডেমি থেকে জিপিএ ৪.৬৭ পেয়ে এসএসসি পাশ করেছেন এবং বনফুল আদিবাসী ক্যাডেট কলেজ থেকে জিপিএ ৪.২৫ পেয়ে এইচএসসি পাশ করেছেন। এরপরই বিশ^বিদ্যালয় ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। স্বপ্নকে জয় করার একধাপ এগিয়ে নিতে ভর্তি হয়েছেন ইংরেজি বিভাগে।

বিশ^বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর অনুভূতি ব্যক্ত করে জিহাদ বলেন, ‘আমি কখনো ভাবিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব। ভর্তি হতে পেরে খুব ভাল লাগছে। আল্লাহর রহমত আর পিতা-মাতার সহযোগীতায় সেটা সম্ভব হয়েছে। তবে মায়ের অবদান অনেক বেশী। মা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সঙ্গে করে নিয়ে গেছেন। সর্বশেষ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হয়েছি। আমার সপ্ন বিসিএস ক্যাডার হওয়া এবং মানুষের সেবা করা।’

জিহাদের মা রেহানা আক্তার বলেন, ‘আমার ছেলেকে নিয়ে বিভিন্ন মানুষ নানা কথা বলেছে। এসব কথা শুনে অনেক সময় কষ্ট লেগেছে। তবে ওর চেষ্টা ও আগ্রহ দেখে আমি ওর সপ্নপূরণে সহযোগীতা করেছি। আমি চেষ্টা করেছি ওর লাইফটা একটু ভাল মানের দিকে আগায় দিতে। যাতে আমার মৃত্যুর পরে কিছু করে খেতে পারে।’

ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মেহের আলী বলেন, ‘নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জিহাদ বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হয়েছে। পরিবারের অবদানের কারণেই সে আজ এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছে। আমাদের বিভাগে ভর্তি হওয়ায় আমরা আনন্দিত। আমার সাথে ওর কথা হয়েছে। ইংরেজি থেকে আমরা ওকে সব ধরণের সাহায্য-সহযোগীতা করব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ