Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবির বিএড ও এমএড ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২২, ৩:০০ পিএম | আপডেট : ৩:১০ পিএম, ১৮ মার্চ, ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর)-এর অধীনে ব্যাচেলর অব এডুকেশন(বিএড), মাস্টার্স অব এডুকেশন (এমএড) ও ডিপ্লোমা ইন লাইব্রেরী সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইআইইআরের পরিচালক প্রফেসর ড. মেহের আলী।

তথ্য সূত্রে, এ বছর আইআইইআর’র অধীনে ১ বছর মেয়াদী বিএড,এমএড ও ডিপ্লোমা ইন লাইব্রেরী সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষায় মোট ৫৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে আবেদন করেন বিএড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে ৪১৭ জন, এমএড কোর্সে ৫০টি আসনের বিপরীতে ৫৬ জন এবং ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সকোর্সে ৮০টি আসনের বিপরীতে ৯৭ জন শিক্ষার্থী।

ড.মেহের আলী জানান, মেধা তলিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছুরা আগামী ২১ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্তরা আসন শূন্য সাপেক্ষে ৩১ মার্চ ভর্তি হতে পারবে।

উল্লেখ্য, ফলাফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd.com)-থেকে জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ