Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পানিবদ্ধতা নিরসন মেগা প্রকল্পে লোহার আঘাতে রিকশা চালকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২২, ১০:৩৩ এএম

নগরীর পুরাতন চান্দগাঁও থানা সংলগ্ন পাটানিয়াগোদা এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর পানিবদ্ধতা প্রকল্পের কাজ করার সময় এক্সেভেটর থেকে লোহার পাইলিং শিট খুলে পড়ে এক পথচারী রিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক্সেভেটর চালকের এক সহকারী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মজিবুর রহমান (৫০) নামে ওই পথচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মজিবুর রহমান চান্দগাঁও থানার সানোয়ারা আবাসিক এলাকায় বসবাস করতেন। আর আহত ব্যক্তির নাম নুর মুহাম্মদ (৫৫)। পুলিশ জানিয়েছে রাতে প্রকল্পের কাজ চলছিল। এ সময় এক্সেভেটর থেকে একটি লোহার পাইল খুলে পড়ে যায়। এতে একজন পথচারী ও এক্সেভেটর চালকের সহকারী অপারেটর আহত হন। দুইজনকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে পথচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর এক্সেভেটরের চালকের সহকারী এখনও হাসপাতালে ভর্তি আছেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মজিবুর রহমান ও তার স্ত্রী বাজার করে সানোয়ারা আবাসিকের বাসায় ফেরার পথে হঠাৎ করে ক্রেন থেকে পাইল সিট খোলে মাথায় পড়ে। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ