বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেলা সংবাদদাতা : পাবনায় নিখোঁজের ২০ দিন পর ইজিবাইক (ব্যাটারি চালিত অটোবাইক) চালকের লাশ উদ্ধার করেছে র্যাব।
বুধবার দুপুর ১২টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকার একটি লিচু বাগান থেকে লাশ উদ্ধার করা হয়।
বুধবার দুপুর ১ টায় এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার বীনা রানী দাশ জানান, গত ২২ অক্টোবর/১৬ রাতে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর গ্রামের লুনু মোল্লার পুত্র শান্ত মোল্লাকে নিজ বাড়ি থেকে যাত্রী বেশে মোবাইল ফোনে অটোরিকশা ভাড়া নেওয়ার কথা বলে দাশুড়িয়ায় ডেকে নিয়ে যায় অজ্ঞাতরা। তারপর থেকেই নিখোঁজ ছিল ইজি বাইকের চালক শান্ত। পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে পাবনা র্যাব ক্যাম্পে অভিযোগ দিলে র্যাব তদন্ত শুরু করে। গত বুধবার দুপুর ১২ টার দিকে জয়নগর লিচু বাগান থেকে শান্তর লাশ উদ্ধার করে র্যাব সদস্যরা।
নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।