Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাণীশংকৈলে নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২২, ১০:১৪ পিএম

কুলিক নদীতে ডুবে একই পরিবারে ২ বোনের মৃত্যু হয়েছে। ১৭ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে জেলার রানীশংকৈল উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ২ শিশু উপজেলার নেকমরদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের শাহজাহান আলীর ২ শিশু কন্যা সানজিদা আক্তার (১২) ও সুমনা আক্তার (৬)। তারা নদীর ধারে বেড়াতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে থানা অফিসার ইনচার্জ (ওসি) এম এস জাহিদ ইকবাল। তিনি বলেন, কিছুদিন আগে ঢাকা থেকে দাদির সঙ্গে গ্রামে বেড়াতে আসে দুই বোন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অন্য শিশুদের সঙ্গে তারা কুলিক নদী দেখতে যায়। নদীর ধারে ঘুরতে গিয়ে পা পিছলে পড়ে যায় ছোট বোন। এসময় বড় বোন তাকে বাঁচাতে গিয়ে সেও নদীতে ডুবে যায়। সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে নিহতদের চাচা তাদের মরদেহ নদী থেকে উদ্ধার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ