বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনির হোসেন ও তার সহযোগী গাড়িচালক মহিউদ্দিন হত্যার ঘটনায় ১৩ জনসহ অজ্ঞাতপরিচয় আরও সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ বুধবার সকালে নিহত মনিরের স্ত্রী তাহমিনা আক্তার দাউদকান্দি থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য কুমিল্লার আদালতে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্ট্যান্ড এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে তিতাসের জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মনির হোসেন ও তার সহযোগী গাড়িচালক মহিউদ্দিন নিহত হন।
এ ঘটনায় আলী হাসান নামে একব্যক্তি গুলিবিদ্ধসহ আহত হয়েছেন চারজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।