বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) কালেক্টরেট চত্তরে এ মেলার উদ্বোধন করা হয়।
এ মেলায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংগ্রহ করা বিভিন্ন রকমের সবজি দিয়ে একটি নৌকা সাজানো হয়। সবজি দিয়ে নৌকা দেখতে দর্শনার্থীরা ভীড় জমিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভা দৈনিক ইনকিলাবকে বলেন, উন্নয়নের প্রতীক নৌকা। এ সরকারের আমলে দেশে কৃষিখাতে অনেক উন্নয়ন হয়েছে। কৃষকদের বীজ আর আর্থিকভাবে সহায়তা করেছে সরকার। ফলে দেশে সবজি উৎপাদন বেড়েছে। তাই নৌকায় ১২ রকমের সবজি দিয়ে সাজানো হয়েছে।
এ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে একটি সেল্ফ সাজানো হয়েছে। এ সেল্ফে (তাক) বাংলাদেশ কৃষি ক্ষেত্রে সাফল্য তুলে ধরা হয়েছে। বিশ্বে পাট রপ্তানিতে প্রথম বাংলাদেশ ও উৎপাদনে দ্বিতীয়। পেঁয়াজ ও সবজি উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। বিশ্বে ধান উৎপাদনে চতুর্থ, আম উৎপাদনে সপ্তম, পেয়ারা ও আলু উৎপাদনে অষ্টম বাংলাদেশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।