বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আজ ১৭ র্মাচ বৃহস্পতিবার ভোর রাতে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে মোঃ রিজাউল ইসলাম (২৮)এক বাংলাদেশী নিহত হয়েছে ।
নিহত রেজাউল ইসলাম পূর্ব জগতবেড় গ্রামের মনছুর আলীর ছেলে এবং আহত বাবুল মিয়া একই এলাকার বেলাল মিয়ার ছেলে।
জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, শমসেরনগর সীমান্তের মেইন সীমান্ত পিলার ৮৬২-এর ৪ নম্বর সাব পিলারের কাছ দিয়ে কয়েকজন গরু ব্যবসায়ী ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় টহলরত ভারতীয় বিএসএফের ২৬৯ ব্যাটালিয়নের পারাশা ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই রেজাউল করিম নিহত হলে বিএসএফ তার লাশ নিয়ে যায়। বাবুল মিয়া রাবার বুলেটের গুলিতে আহত হয়ে ভারতের অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন।
রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার জানান, এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান গুলিতে নয়, ক্ষেতের আলু চুরি করতে থাকলে স্থানীয় জনতার মারধরে এ ঘটনা ঘটে।
তিনি আরও জানান, বিএসএফ বিষয়টি নিশ্চিত করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ আইয়ুব আলী বসুনীয়া,জেলা সংবাদদাতা,লালমনিরহাট।তাং-১৭-০৩-২০২২ মোবা-০১৮১৯৯০১৪৪৭
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।