Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় শুটিং করবেন ইরানি নির্মাতা মুর্তজা আতাশ জমজম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২২, ১২:১৪ এএম


ইরানের চলচ্চিত্র নির্মাতা মুর্তজা অতাশ জমজম ঢাকায় তার নতুন একটি সিনেমার শুটিং করবেন। সিনেমাটির নাম ‘সিএনজি’। এ মাসের শেষের দিকে সিনেমাটির শুটিং করার অনুমতি দিয়েছে তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়। মুর্তজা অতাশ জমজমসহ মোট পাঁচ জনকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়ছে। তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানা গেছে। এর আগে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের দিন : দ্য ডে সিনেমাটি নির্মাণ করেছেন। এটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। মুর্তজা অতাশ জমজম ১২০টির বেশি শর্টফিল্ম নির্মাণ করেছেন; ধারাবাহিক নাটক চারটি, আর চলচ্চিত্র নির্মাণ করেছেন চারটি। এ ছাড়া ১২টি দেশের জন্য তথ্যচিত্র নির্মাণ করেছেন। এর মধ্যে রয়েছে জার্মান, ফ্রান্স, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ