Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুজনের লেখা গান গাইলেন কবীর সুমন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২২, ১২:১৪ এএম

উপমহাদেশের কিংবদন্তী শিল্পী কবীর সুমনের কণ্ঠে আসছে বাংলাদেশের গীতিকবি এনামুল কবির সুজনের লেখা ‘যাচ্ছে জীবন’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। তার জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে গানটি। গতকাল ছিল কবরি সুমনের জন্মদিন। রূপকথা মিউজিক এর ইউটিউব চ্যানেল ও এনটিভির ফেসবুক পেজসহ অ্যামাজান, ¯েপাটিফাই, এ্যাপেল স্টোর ও বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে একযোগে মুক্তি দেয়া হয়েছে গানটি। কিছু দিন আগে গানটিতে কণ্ঠ দেন কবীর সুমন। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। গানের বিভিন্ন সিকোয়েন্সে অভিনয় করেছেন গীতিকার এনামুল কবির সুজন, জিয়াউল হাসান কিসলুসহ অনেকে। গাণটি প্রসঙ্গে এক অডিও বার্তায় কবীর সুমন বলেন, যাচ্ছে জীবন...গানটি সুজন ও আমার একটি মাইলস্টোন গান হিসেবে বেঁচে থাকবে। গীতিকবি সুজন বলেন, এটি আমার জীবনের এক পরম পাওয়া, আমি ভবিষ্যতেও এই ধরণের ভালো ভালো গান লিখতে চাই। উল্লেখ্য, সুজনের অনেক গানই কণ্ঠস্থ হয়েছে দেশের সিনিয়র এবং হালের জনপ্রিয় অনেক সঙ্গীত তারকার কণ্ঠে। পাশাপাশি তিনি একাধিক স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রও প্রযোজনা করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ