Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২২, ১২:১৪ এএম


১. রাধে শ্যাম
২. দ্য কাশ্মির ফাইল্্স
৩. তুলসিদাস জুনিয়র
৪. ঝুন্ড
৫. গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি

রাধে শ্যাম
রাধা কৃষ্ণ কুমার পরিচালিত পিরিয়ড রোমান্টিক ড্রামা। ১৯৭৮-এর গল্প। ইতালিভিত্তিক ভারতীয় বংশোদ্ভূত হস্তরেখাবিদ- জ্যোতির্বিদ বিক্রম আদিত্যকে (প্রভাস) লোকে বলে হস্তরেখাবিদদের আইনস্টাইন বা ভারতের নস্ট্রাডামুস। সে জানে তার হাতে প্রেমরেখা নেই, তাই সে নিশ্চিত তার জীবনে প্রেম আসবে না, তার সে প্রেমের চেষ্টা না করে মেয়েদের সঙ্গে মেলামেশা পর্যন্ত সীমিত থাকে, এরপরও আদিত্য ডা, প্রেরণার (পূজা হেগড়ে) প্রেমে পড়ে। হাত দেখে আদিত্য বলে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল, তবে নিয়তি তাদের জন্য কী লিখে রেখেছে তা কে জানত? এদিকে একদল বিজ্ঞানী গুরু পরমহংস’র (সত্য রাজ) আশ্রমে আসে গবেষণার জন্য। এখানেই ভবিষ্যদ্বক্তাদের সঙ্গে এক বিজ্ঞানীর বিবাদ স্পষ্ট হয়ে ওঠে। এসময় দৃশ্যপটে আসে আদিত্য, যার ভবিষ্যদ্বাণী কখনও ভুল প্রমাণিত হয়নি। শুরু হয় যুক্তি আর অলৌকিকত্বের মাঝে চিরন্তন এক দ্ব›দ্ব। এই দ্ব›দ্ব কোথায় গিয়ে পৌঁছবে?

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ