বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরগুনার বেতাগীতে আব্দুল খালেক (৫৫) নামে এক মুদি দোকানির ঝুলন্ত লাশ বাগান থেকে উদ্ধার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধারের পর বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য বরগুনায় মর্গে প্রেরণ হয়।
মৃত আব্দুল খালেক উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আ: হাকিম হাওলাদারের ছেলে। তিনি ওই এলাকার খানের হাট বাজারের মুদিদোকানী।
জানা গেছে, ওই দিন দিবাগত রাতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ীর কাছেই বাগানে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আব্দুল খালেক। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।
মৃত আব্দুল খালেকের ছোট ভাই মো. জলিল বলেন, পরিবারের সদস্যদের সঙ্গেও কোনো ঝগড়া হয়নি। কি কারণে আমার ভাই আত্মহত্যা করেছেন তা বলতে পারছি না। তবে আমার ভাই আগে তিনবার স্ট্রোক করেছিলেন। তার কিছু মানসিক সমস্যাও রয়েছে। মৃত্যুর খবর পেয়ে আমি রাতেই তার বাড়িতে যাই। এরপর পুলিশ এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সালাম বলেন, ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এখনই আত্মহত্যার সঠিক কারণ বলা যাচ্ছেনা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।