Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীসহ পাঁচটি রেল স্টেশনকে ধূমপান মুক্ত ঘোষণা

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ৬:৫১ পিএম

পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন ও রেল স্টেশন ধূমপান মুক্ত করার উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে রাজশাহীসহ পাঁচটি রেল স্টেশনকে ধূমপান মুক্ত ঘোষণা করা হয়েছে। তারপরও রাজশাহী রেল স্টেশনের ‘খান এন্টারপ্রাইজ’ নামের একটি কনফেকশনারি দোকানে সিগারেট বিক্রি করা হচ্ছিল। এ কারণে প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার নিজেই বুধবার সকালে এ অভিযান চালান। তিনিই দোকান থেকে খুঁজে বের করেন সিগারেটের প্যাকেট।

এ সময় রেলের কাছ থেকে দোকান ইজারা নেওয়ার সময় করা চুক্তি ভঙ্গ করে সিগারেট বিক্রি করায় খান এন্টারপ্রাইজের মালিক সোহরাব জামানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ