Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুটিংয়ের সময় বানরের কামড়ে আহত তমা মির্জা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ৪:৪৯ পিএম

শুটিং করতে গিয়ে বানরের কামড়ে আহত হয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর এলাকার একটি বস্তিতে এ দুর্ঘটনা ঘটে। ঈদের বিশেষ নাটক ‘নিখোঁজ সংবাদ’র জন্য বানরের খেলা দেখানোর একটি দৃশ্য করছিলেন। তখন আকস্মিকভাবে বানরটি তার বাঁ হাতে কামড়ে দেয়।

ঘটনার বর্ণনা দিয়ে তমা মির্জা বলেন, বানরের খেলা দেখানোর দৃশ্যধারণ চলছিল। আমি পুরোপুরি চরিত্রের মধ্যে ডুবে ছিলাম। শটের এক্সপ্রেশন দিচ্ছিলাম। হঠাৎই বানরটা কামড় দিয়ে বসে। বোধহয় এক্সপ্রেশন দেখে ভয় পেয়েই ও কামড়টা দিয়েছে। এমনভাবে কামড় দিয়েছে যে ছাড়ানো যাচ্ছিল না অনেকক্ষণ। পরে ওর মালিক মারলে তারপর ছাড়ছে। পরে জানলাম, বয়স কম আর ভালো ভাবে ট্রেনিং না করানোয় এমনটা করেছে বানরাটা।

জানা গেছে, বানরের কামড়ে অনেক ব্যাথা এবং ভয় পান তমা মির্জা। রক্তপাতও হয়। ঘটনার পর সাময়িক শুটিং বন্ধ রাখা হয় এবং এই নায়িকাকে পাশেরই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা নেয়ার পর এখন আশঙ্কামুক্ত রয়েছেন তমা। তাকে বিশ্রাম করতে বলা হয়েছে শুটিং ইউনিট থেকে।

তবে বিশ্রামে থাকলেও শুটিং করবেন বলে জানিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বললেন, ‘এখন যদি শুটিং রেখে চলে যাই পরিচালকের ক্ষতি হয়ে যাবে। তাই কাজ চালিয়ে যাব। এখনো বানরের কিছু শট আছে। আল্লাহ আল্লাহ করে দৃশ্যগুলো পার করতে পারলেই হয়। ’

‘নিখোঁজ সংবাদ’ শীরোনামের এই নাটকে তমা মির্জার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা শ্যামল মাওলা। এছাড়াও, তমার হাতে রয়েছে একটি ওয়েব ফিল্মের কাজ। রায়হান রাফি পরিচালিত ফিল্মটির নাম ‘জানোয়ার ২’। শিগগিরই এর শুটিং শুরু হবার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ