প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শুরু হতে যাচ্ছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় নতুন করে উৎসবের তারিখ নির্ধারণ করেছেন আয়োজকরা। আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হয়ে ১ মে পর্যন্ত চলবে এবারের কলকাতা চলচ্চিত্র উৎসব। কোভিডের কথা মাথায় রেখে সমস্ত রকমের সামাজিক বিধি-নিষেধ মেনেই চলবে কলকাতা চলচ্চিত্র উৎসব ।
আগের ঘোষণা অনুযায়ী, চলচ্চিত্র উৎসবের শুরুতেই দেখানো হবে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’। উৎসবে ১০টি স্থানে প্রদর্শিত হবে মোট ১৬০টি সিনেমা। সিনেমাগুলি দেখানো হবে নন্দন ১, ২, ৩, নজরুল তীর্থ ১,২, রবীন্দ্র সদন, রবীন্দ্র ওকাকুরা ভবন, চলচ্চিত্র শতবর্ষ ভবন, কনফারেন্স হল, কলকাতা ইনফর্মেশন সেন্টার ও শিশির মঞ্চে।
এবার ইন্টারন্যাশনাল কম্পিটিশন, কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, এশিয়ান সিলেক্ট, ন্যাশনাল কম্পিটিশন অন ডকুমেন্টারি ও ন্যাশনাল কম্পিটিশন অন শর্ট ফিকশন বিভাগে হবে প্রতিযোগিতা। আর প্রতিযোগিতার বাইরে থাকবে দুটি বিভাগ। একটি হলো সিনেমা ইন্টারন্যাশনাল, অন্যটি বেঙ্গলি প্যানোরমা।
২০২২ সালে ভারতের অন্যতম চর্চিত এই ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হতে ৭১টি দেশ থেকে মোট ১৬৯৮ টি আবেদন জমা পড়েছিল, সেখান থেকে বাছাই করে নেয়া হয়েছে এই ১৬১টি ছবি, ছোট ছবি ও তথ্যচিত্র।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি থেকে উৎসব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু উৎসবের আগে করোনা পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার কারণে স্থগিত করে দেয়া হয়েছিল কলকাতা উৎসবের ২৭ তম আসর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।