বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেট দুনিয়ায় দ্রুতই বাড়ছে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা। প্রযুক্তির কল্যাণে যোগাযোগ ব্যবস্থা যখন হাতের মুঠোয়। প্রযুক্তির সহজলভ্যতার কারণে একদিকে যেমন বেড়ে চলছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা, সে সঙ্গে পাল্লা দিয়ে জ্যামিতিক হারে বাড়ছে সাইবার অপরাধও।
ফেসবুক,মেসেঞ্জার,টেলিগ্রাম, ভাইভার, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার, স্নাপচ্যাট, লিঙ্কডইন,ইমো,টিকটক,ইউটিউবসহ জনপ্রিয় সব অ্যাপের মাধ্যমে চলছে তথ্যের আদান-প্রদান। সামাজিক যোগাযোগে প্রযুক্তিগত অপরাধের অন্যতম মাধ্যম হলো ফেসবুক।যেহেতু বিশাল একটি জনগোষ্ঠী এ মাধ্যমটি ব্যবহার করছে তাই সেখানে অপরাধ হওয়ার আশঙ্কাও বেশি। নেট দুনিয়ায় অবাধ বিচরণের সুবাদে একটি চক্র ফেসবুককে ব্যবহার করছে নিজেদের অপকর্মের হাতিয়ার হিসেবে। এ সুযোগে ব্যক্তিগত,বিভিন্ন নামে-বেনামে একাধিক আইডি খুলে ও অফিশিয়াল আইডি বা পেজ হ্যাক করে ব্যক্তি,সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড,আপত্তিকর স্ট্যাটাস, যৌন হয়রানি,পর্নোগ্রাফি,গুজবসহ আরও অনেক অপরাধ সংঘটিত হচ্ছে এ মাধ্যমে।এ ছাড়া সাম্প্রতিক সময়ে ফেইক আইডি’র মাধ্যমে ভয়ঙ্করভাবে বাড়ছে এ হয়রানি। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী, সামাজিক সম্মানি ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের রাজনীতিবিদরা।আইনের কাছে গিয়েও সহজে মিলছে না প্রতিকার। মেয়ে বা পুরুষের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ফেইক অ্যাকাউন্ট খুলে প্রতারণা ও হয়রানি করছে এ চক্রটি।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিভিন্ন অঞ্চলে এমনই প্রযুক্তিগত অপরাধ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট এলাকায় এখন ফেক ফেসবুক আইডির ছড়াছড়ি পরিলক্ষিত হচ্ছে।নামে-বেনামে ফেক আইডি খুলে পুলিশ প্রশাসন ও রাজনীতিবিদ থেকে শুরু করে সামাজিক ব্যক্তিবর্গ নিয়ে নানা কুরুচিপূর্ণ মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে সামাজিক ভাবে হেয়প্রতিপূর্ন করে আসছে একটি চক্র।তারা ফেসবুকে ফেইক আইডি খুলে এসব নোংরা কাজে লিপ্ত হচ্ছে। এসব ফেইক আইডিগুলো চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট এলাকাসহ উপজেলার বিভিন্ন অঞ্চলে উঠতি বয়সি একদল বিপথগামী যুবক ব্যবহার করছে বলে ধারনা করা হচ্ছে। ফেইক আইডিগুলোর মধ্যে 'আবুল খায়ের,রুনা আক্তার সাথী, সজিব হাসান ও
লালন ফকির' সহ ১০-১২ টি আইডির অপপ্রচার বিভ্রান্তিকর বেফাঁস মন্তব্যের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে ফজুমিয়ারহাট এলাকাসহ উপজেলার সামাজিক খ্যাতিমান সম্মানী ব্যক্তিবর্গ।রীতিমত সামাজিক সম্মান মর্যাদা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে এসব জনগোষ্ঠী। এসব আইডিতে ব্যক্তিগত ছবি ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে দিচ্ছে ফেসবুকে।তথ্য প্রযুক্তি আইন বা নীতিমালা না মেনে ফেসবুক নানা গুজব ছড়িয়ে দিচ্ছে। এসব ফেইক আইডি থেকে পুলিশ বাহিনী, প্রশাসন,বিচার ব্যবস্থা, সরকার ও রাষ্ট্র বিরোধী নানা গুজব ছড়িয়ে জনমনে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করে। যখন তখন মনে যা আসছে তা সোসাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে।এখনই এসব সাইবার ক্রিমিনালদের সনাক্ত করা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য জরুরি হয়ে পড়েছে।
চরকাদিরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বাঙ্গালী বলেন, 'আবুল খায়ের,সজীব হাসান ও রুনা আক্তার সাথী' এই তিনিটি সহ অনেকগুলো ফেইক আইডি ফজুমিয়ারহাট বাজারের চতুর্পাশের কিছু যুবক ব্যবহার করছে বলে ধারনা করা হচ্ছে।এসব আইডিগুলো কে বা কাহারা চালাচ্ছে তা সন্দেহজনক ভাবে কয়েকজন যুবক আমাদের টার্গেটে রয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি'।
ফজুমিয়ারহাটের পল্লী চিকিৎসক হারুনুর রশীদ বলেন, তার ছবি ব্যবহার করে এ পর্যন্ত একাধিকবার ফেইক আইডি থেকে কুরুচিপূর্ণ ও মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করেছে একটি চক্র। তার পরিচয় ব্যবহার করে পরিচিতদের কাছ থেকে অর্থও হাতিয়ে নিয়েছে চক্রটি।ফেসবুকে ফেইক আইডির কারণে আমি অতিষ্ঠ। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেও এর কোন প্রতিকার পাইনি।
এদিকে ফেইক আইডিতে সম্মানহানি ও বিকৃত বক্তব্য প্রচার করায় উপজেলার চর কাদিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ আজ (মঙ্গলবার) কমলনগর থানায় সাধারণ ডায়েরী করেন।সাধরান ডায়েরিতে স্থানীয় এ চেয়ারম্যান তাঁর বক্তব্য বিকৃত করাসহ নানাবিধ বিভ্রান্তিকর সরকার ও রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা সংবলিত তথ্য,বক্তব্য ফেসবুকে ছড়িয়ে তাঁর মানহানি করার হীন চেষ্টা করার অভিযোগ করেন।তিনি ফেইক আইডি চালানো অপরাধীদের সনাক্ত করার জন্য পুলিশসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ছাড়া চর পাগলা গ্রামের ইসমাইলের ছেলে লক্ষ্মীপুর সরকারি কলেজের সম্মান ৩য় বর্ষের ছাত্র হেলাল উদ্দিন একইদিনে সাধারণ ডায়েরি করে থাকেন। ডায়েরিতে তিনি উল্লেখ করেন, কতিপয় ফেসবুক ফেইক আইডিতে তাঁকে নিয়ে কুরুচিরপূর্ণ মন্তব্য ও অসত্য তথ্য দিয়ে তাঁর সম্মান ক্ষুন্ন করাসহ সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করিয়া আসিতেছে। অন্যদিকে একই গ্রামের ব্যবসায়ী আইয়ুব আলীও প্রায় একই অভিযোগে একই তারিখে নির্দিষ্ট ফেইক আইডির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করে থাকেন।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, ফেইক আইডি এখন এক আতংকের নাম এটা সত্য। আমি কমলনগর থানায় নতুন যোগদান করেছি। এ সংক্রান্ত কোন অভিযোগ পেলে সর্বশক্তি প্রয়োগ করে অপরাধী ধরা হবে।এবং আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হবে। এবিষয়ে জিরো টলারেন্স দেখানো হবে।পুলিশে মাঠে তৎপর রয়েছে বলেও তিনি জানান।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা বলেন,তথ্য প্রযুক্তির এই যুগে কিছু কিছু বিপদগামীরা এমন নোংরা কাজে লিপ্ত রয়েছে।এবিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থাকবে। এমন অভিযোগ পাওয়ার সাথে সাথে তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী তল্লাশি চালিয়ে এসব অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।