Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় যুবককে কুপিয়ে হত্যা

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

সুজানগর পৌর কর্মচারী আলামিন হোসেনকে (২৮) কুপিয়ে হত্যা করা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই রজব আলী (৪০) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যার ঘটনায় অভিযোগ উঠেছে সুজানগর পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানার বিরুদ্ধে। জানা যায়, গত সোমবার জমি নিয়ে বিরোধে পাবনার সদর উপজেলার সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আলামিন সুজানগর পৌরসভার রাধানগর মহল্লার মৃত আব্দুস সাত্তার প্রামানিকের ছেলে। তিনি সুজানগর পৌরসভার টিকাদানকারী পদে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, দুপুরে পাবনা আদালত থেকে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন দুই ভাই আলামিন ও রজব। পথিমধ্যে সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানাসহ কয়েকজন দুর্বৃত্তরা তাদেরকে অটোরিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। আহত রজব আলীকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসী হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও বিচারেরর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। স্থানীয়রা আরো জানায় ইতোপূর্বেও তাদের বিরোধ ছিল এবং মারামারি ঘটনা ঘটে। আতাইকুলা থানার ওসি জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। হত্যাকান্ডে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ