Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় টিসিবির পণ্য বিক্রির সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

সারা দেশের সাথে একযোগে মাগুরা জেলার ৪টি উপজেলার ৩৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১ লাখ ১০ হাজার কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে। মাগুরার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার টিসিবির পণ্য সংক্রান্ত এ এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে উক্ত সভায় আগামী ২০ মার্চ থেকে সারা দেশের সাথে একযোগে এ কার্যক্রম শুরু হবে বলে জানান হয়। প্রতিদিন প্রতিটি ইউনিয়ন ও পৌর সভার ৯টি ওয়ার্ডে ৫০০ জন কার্ডধারী মানুষের মাঝে টিসিবির তেল, চিনি, ডাল ও ছোলা নায্যমূল্যে বিক্রয় করা হবে। এখানে ২ লিটার সয়াবিন ২২০ টাকা, ২ কেজি ডাউল ১৩০ টাকা ও ২ কেজি চিনি ১১০ টাকা দরে বিক্রি করা হবে। জেলার ৪ উপজেলা নির্বাহী অফিসারদের সভাপতিত্বে ইতোমধ্যে এ সংক্রান্ত সভায় সিদ্ধান্ত গ্রহনের কাজ সম্পন্ন হয়েছে। সভায় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ