রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সারা দেশের সাথে একযোগে মাগুরা জেলার ৪টি উপজেলার ৩৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১ লাখ ১০ হাজার কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে। মাগুরার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার টিসিবির পণ্য সংক্রান্ত এ এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে উক্ত সভায় আগামী ২০ মার্চ থেকে সারা দেশের সাথে একযোগে এ কার্যক্রম শুরু হবে বলে জানান হয়। প্রতিদিন প্রতিটি ইউনিয়ন ও পৌর সভার ৯টি ওয়ার্ডে ৫০০ জন কার্ডধারী মানুষের মাঝে টিসিবির তেল, চিনি, ডাল ও ছোলা নায্যমূল্যে বিক্রয় করা হবে। এখানে ২ লিটার সয়াবিন ২২০ টাকা, ২ কেজি ডাউল ১৩০ টাকা ও ২ কেজি চিনি ১১০ টাকা দরে বিক্রি করা হবে। জেলার ৪ উপজেলা নির্বাহী অফিসারদের সভাপতিত্বে ইতোমধ্যে এ সংক্রান্ত সভায় সিদ্ধান্ত গ্রহনের কাজ সম্পন্ন হয়েছে। সভায় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।