Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে কোটালীপাড়া আ.লীগ ও সহযোগী সংগঠন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা আ.লীগ কার্যালয় সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সহ-সভাপতি নাদের আলী মিয়া, গোলাম কিবরিয়া দাড়িয়া, আব্দুল খালেক হাওলাদার, কৃষ্ণপ্রষাদ মজুমদার, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ, সাবেক মেয়র অহিদুল ইসলাম হাজরা, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খানঁ মিলন প্রমুখসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে টুঙ্গিপাড়ায় আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ