Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

বিএনপি’র নির্বাচনে অংশগ্রহণের সক্ষমতা নেই

শেখ হেলাল উদ্দিন এমপি

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ১২:০৮ এএম

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি, সে নির্বাচনে অযোগ্য। একাধিক মামলায় তারেক জিয়া বিদেশে পলাতক। অনেক নেতা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত। এখন বিএনপির নির্বাচনে অংশ নেয়ার সক্ষমতা নেই। তাই তারা নির্বাচনে আসে না। তারা নির্বাচনের কথা শুনলে ভয় পায়। গত সোমবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার চিরুলিয়া স্কুল এ্যান্ড কলেজ মাঠে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও স্কুলের ১০৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রাধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের মাথাপিছু আয় কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। পদ্মাসেতু ও মেট্রোরেল নির্মানসহ দেশের সার্বিক উন্নয়ন হয়েছে। কিন্তু বিএনপি দেশের সকল উন্নয়নকে অস্বীকার করে। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফিরোজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের সহধর্মিনী ও শেখ তন্ময় এমপির মাতা রুপা চৌধুরী, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আ.লীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর পূর্বে চিরুলিয়া স্কুল এ্যান্ড কলেজের একতলা একটি ভবনের উর্দ্ধমুখী তিন তলা স¤প্রসারণের কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৮০ লক্ষ টাকা ব্যয়ে এই ভবনটি নির্মান করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ