Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে আগামীকাল আলোচনা সভা ও দোয়া মাহফিল

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ১২:০৮ এএম

ঢাকার ধামরাইয়ে উপজেলা ও পৌর আ.লীগের উদ্যোগে ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবার ধামরাই পৌর শহরের ঐতিহ্যবাহী যাত্রাবাড়ী মাঠে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে ঢাকা জেলা আ.লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদের নেতৃত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ১৬টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের আ.লীগ নেতাকর্মীদের মধ্যে একাধিক ঘরোয়া বৈঠকের পর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ। উপস্থিত থাকবেন পৌর আ.লীগের সভাপতি ও মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা। এ অনুষ্ঠানে আ.লীগের সকল পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত থাকবেন বলে জানালেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাকু।
পৌর আ.লীগের সভাপতি ও মেয়র গোলাম কবির মোল্লা বলেন, ইতোমধ্যে সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে।
প্রতিটি ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পৃথকভাবে কেক কাটা হবে বলে জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ