রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সড়ক নিরাপত্তা অভিযান
সাটুরিয়া (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও পদযাত্রা কর্মসূচি পালন হয়েছে। ব্র্যাক ও এলজিইডির ব্যবস্থাপনায় গত সোমবার দুপুরে সাটুরিয়ার দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও পদযাত্রা কর্মসূচি পালন হয়। অনুষ্ঠানে দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের মানিকগঞ্জ জেলা সমন্বয়কারী মোঃ উমর ফারুক। আরও বক্তব্য রাখেন এলজিইডি সাটুরিয়ার উপ-সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন, এম এম ইদ্রিস আলী প্রমুখ। প্রধান অতিথি ইউএনও শারমিন আরা তার বক্তব্যে সড়কে চলাচলকারী প্রতিটি মানুষকে সচেতন হওয়ার আহবান জানার, এছাড়াও দুর্ঘটনা মোকাবিলায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের জরুরি পরিষেবা ৯৯৯ এ কল দেয়ার পরামর্শ দেন।
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
স্টাফ রির্পোটার, কুষ্টিয়া থেকে
ভ্যান চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিনুর রহমান মৃধা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। নিহত যুবক আমিনুর রহমান মৃধা খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের বরইচারা গ্রামের ওমেদ আলী মৃধার ছেলে।
জানা যায়, কুষ্টিয়ার খোকসা উপজেলার বিলজানি গ্রামে গত সোমবার ভোর রাত সাড়ে ৩টায় আমিনুর রহমান মৃধা বিলজানি গ্রামের ভ্যানচালক মিলন মিয়ার ভ্যান চুরি করতে আসে। চুরির সময় ভ্যানটি ইলেক্ট্রিক চার্জে থাকায় আমিনুর ভ্যানের চার্জার প্লাগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিকট আওয়াজে দেওয়ালে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। ধাক্কা লাগার শব্দ শুনে স্থানীয় এলাকাবাসী এসে আহত আমিনুরকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বৃদ্ধর আত্মহত্যা
বরগুনা জেলা সংবাদদাতা
বরগুনার আমতলীতে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে ইউসুফ পাহলান (৭২) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। স্থানীয়রা জানায়, গত সোমবার গভীর রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের পাহলান বাড়ির ইউসুফ পাহলান বাড়ির আমগাছে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে ইউসুফ পাহলানকে আম গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখেন স্থানীয়রা ও পরিবারের সদস্যরা। এসময় স্থানীয়রা পুলিশে খবর দিলে গাজীপুর ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে মর্গে প্রেরণ করে। বৃদ্ধ ইউসুফ পাহলান ওই গ্রামের মৃত্যু সোনা পাহলানের ছেলে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
কৃষি প্রযুক্তি মেলা
লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নাটোরের লালপুর উপজেলায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে অতিথিবৃন্দরা উপজেলা পষিদ চত্বরে কৃষি মেলার স্টল পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আ.লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।