প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রখ্যাত চলচ্চিত্রকার আজিজুর রহমান আর নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। বহু জনপ্রিয় সিনেমার এই নির্মাতা হৃদরোগে আক্রান্ত হয়ে কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে মৃত্যুবরণ করেন। তার মেয়ে বিন্দি রহমান এ তথ্য জানিয়েছেন। বিন্দি রহমান কানাডা থেকে টেলিফোনে বলেন, নানা জটিলতা নিয়ে মাস খানেক ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মাঝে কিছুদিন আইসিইউতে রাখা হয়েছিল। পরে অবস্থার উন্নতিও ঘটেছিল। হার্ট অ্যাটাকের পর বাবা আর ফিরলেন না। মৃত্যুকালে আজিজুর রহমানের বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গণে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহকর্মী পরিচালক ও শিল্পী-কলাকুশলীরা শোক প্রকাশ করছেন। আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার শান্তাহারে জন্মগ্রহণ করেন। স্থানীয় আহসানউল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেন। চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্সিয়াল আর্টে ডিপ্লোমা করেন। ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে চলচ্চিত্রের সাথে যুক্ত হন তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’ মুক্তি পায় ১৯৬৭ সালে। ১৯৮০ সালে তার নির্মিত সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করেন ‘ছুটির ঘণ্টা’ সিনেমা। স্কুলের দীর্ঘ ছুটিতে এক ছাত্রের আটকে পড়ে মৃত্যুর ঘটনা চলচ্চিত্রে তুলে ধরে বহু মানুষকে আবেগাপ্লুত করেছিলেন। তিনি ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ছুটির ঘণ্টা, অশিক্ষিত, মাটির ঘর, জনতা এক্সপ্রেস, সা¤পানওয়ালা, ডাক্তার বাড়ি, গরমিল, সমাধান ইত্যাদি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।