Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি শুধ মানুষকে ভয় পাই : স্পর্শিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ১২:০৮ এএম

গলায় সাপ পেঁচিয়ে একটি ওটিটি প্ল্যাটফর্ম-এর জন্য ওয়েব সিরিজে অভিনয় করেছেন অভিনেত্রী অর্চিতা ¯পর্শিয়া। এ সময় তার মধ্যে কোনো ভয় পরিলক্ষিত হয়নি। সাপ নিয়ে অভিনয় করার অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানান, সাপকে মোটেও ভয় পাইনি। শুধু সাপ কেন অন্য কোনো প্রাণীকে ভয় পাই না। আমি শুধু মানুষকে ভয় পাই। মানুষের চেয়ে ক্ষতিকারক কিছু পৃথিবীতে আর নেই। ¯পর্শিয়া বলেন, আইজ্যাক লিটন নামে একটি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য সাপ নিয়ে শুটিং করতে হয়েছে। পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। মোশাররফ করিম ভাইও ছিলেন। এটি আসল সাপ। শুটিংয়ে একদিনের জন্য নিয়ে আনা হয়েছিল। সাপ নিয়ে শুটিং করতে একদমই ভয় লাগে নাই। তিনি বলেন, আমি ভয় না পেলেও শুটিংয়ে অন্য যারা ছিলেন তারা বেশ ভয় পাচ্ছিলেন। তিনি বলেন, এবারই প্রথম নয়, এর আগেও আমি সাপ নিয়ে শুটিং করেছি। এর চেয়েও বড় বড় সাপ গলায় নিয়েছি। আমার কাছে বেশ মজা লাগে। উল্লেখ্য, বর্তমানে স্পর্শিয়া ঈদের বেশ কয়েকটি নাটকে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি ‘টাচড বাই ¯পর্শিয়া’ নামে নিজের ফ্যাশন হাউজে সময় দিচ্ছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ