প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গায়ক ও অভিনেতা তাহসানের সঙ্গে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের বেশ ভালো স¤পর্ক। একসঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তারা। বিজ্ঞাপনেও একসঙ্গে মডেল হয়ছেন। এমনকি একসাথে রয়েলিটি শোয়ের বিচারক হয়েছেন। বছর দুই আগে তাহসানের গল্প ভাবনা নিয়ে ‘কানেকশন’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজনাও করেছিলেন মিম। তারা দুজন এবার জুটি হয়ে অভিনয় করছেন ঈদের নাটকে। নাম চূড়ান্ত না হওয়া নাটকটি নির্মাণ করছেন মাবরুর রশীদ বান্নাহ। এ নাটকের মাধ্যমে বেশ কয়েক বছর পর ছোট পর্দায় ফিরছেন মিম। নাটকটি প্রযোজনা করছে আলফা আই। এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, এবার ঈদে মিম কেবল আমাদের প্রতিষ্ঠানের নাটকে অভিনয়ের জন্য সম্মত হয়েছেন। আলফা আই প্রযোজিত একাধিক নাটকে দেখা যাবে মিমকে। বিদ্যা সিনহা মিম বলেন, অনেক বছর পর নাটকে অভিনয় করব। ঈদের বিশেষ কাজ বলেই রাজি হয়েছি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনুরোধ করছে দুটি নাটকে অভিনয়ের জন্য। কিন্তু আমি দুটো কাজ করতে পারব কি না জানি না। তবে চেষ্টা করব। মিম বলেন, ভালো প্রস্তাব পেলে বিশেষ দিবসের অল্পসংখ্যক নাটকে অভিনয় করতে পারি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।