প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু জানিয়েছেন ‘পুষ্পা : দ্য রাইজ’ ফিল্মে ‘উ আন্টাভা’ গানের সঙ্গে পারফর্ম করার পর তিনি যে সাড়া পেয়েছেন তাতে অভিভূত। ‘সবাই আমাকে যতটা ভালবাসা দিয়েছে সে অনুভূতি আমি ব্যাখ্যা করতে পারব না। সারা ভারতে ‘উ আন্টাভা’ এতটা সাড়া জাগাবে তা আমি কল্পনা করতেও পারিনি,’ সামান্থা বলেন। ‘রঙ্গস্থালম’ ফিল্মের অভিনেত্রী বলেন, ‘শুধু তেলুগু ফিল্মের দর্শকরাই নয়, সারা দেশের মানুষ আমার আগের সব ফিল্মের কথা ভুলে গেছে, তারা এখন আমাকে শুধু ‘উ আন্টাভা’ দিয়েই চেনে।’ সামান্থা রুথের পারফর্ম করা এটিই স্পেশাল সঙ বা আইটেম নাম্বার; এরই মধ্যে এটি একাধিক রেকর্ড ভেঙেছে। আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা : দ্য রাইজ’ ফিল্মের এটি বিশেষ আকর্ষণ। সামান্থা জানান, তিনি প্রথমে এমন আইটেম দৃশ্যে কাজ করতে আগ্রহী ছিলেন না, তবে আল্লু অর্জুন এবং পরিচালক সুকুমার তাকে অনুরোধ করলে শেষে রাজি হন। ব্যাপক সাড়া জাগিয়েছে বলে তিনি এখন বেশ সন্তুষ্ট এবং আল্লু ও পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।