Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

‘পিনোক্কিয়ো’তে ফার্স্ট লুকে টম হ্যাঙ্কসকে চেনা যায়?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

১৯৪০ সালের এনিমেটেড ‘পিনোক্কিয়ো’র লাইভ-অ্যাকশন সংস্করণে জেপেটোর ভূমিকায় অভিনয় করেছেন টম হ্যাঙ্কস। স¤প্রতি অভিনেতার ফার্স্ট লুক ছবি প্রকাশিত হয়েছে। ফিল্মটি কার্লো কোলোডির লেখা ‘দি অ্যাডভেঞ্চার অফ পিনোক্কিয়ো’ অবলম্বনে নির্মিত হচ্ছে; এতে হ্যাঙ্কস একটি ছেলে সন্তানের জন্য মরিয়া কাঠের শিল্পী জেপেটোর ভূমিকায় অভিনয় করছেন, বলার অপেক্ষা রাখে না এই রূপে তাকে চেনা বেশ কঠিন। হ্যাঙ্কসের অস্কারজয়ী ফিল্ম ‘ফরেস্ট গাম্প’ পরিচালক রবার্ট জেমেকিস এই ফিল্মটি পরিচালনা করছেন। পরিচালক ক্রিস ওয়াইটজের সঙ্গে চিত্রনাট্য লিখেছেন এবং অ্যানড্রু মিলানোর সঙ্গে ফিল্মটি প্রযোজনা করছেন।জানা গেছে, মূল এনিমেটেড ফিল্মের সরাসরি সংস্করণ এটি। ডিজনি ছাড়াও লায়ন্সগেট এন্টারটেইনমেন্ট একই কাহিনী নিয়ে এনিমেটেড ফিল্ম নির্মাণ করছে, এটির নাম ‘পিনোক্কিয়ো : আ ট্রু স্টোরি’। এছাড়া নেটফ্লিক্স ডিসেম্বরে স্টপ-মোশন এনিমেশন ধারায় একই কাহিনীভিত্তিক ফিল্ম স্ট্রিম করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ