Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটের জৈন্তাপুরে ট্রাক চাপায় এক বৃদ্ধার মৃত্যু

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ৬:২২ পিএম

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট গুয়াবাদী এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বৃদ্ধ মহিলার। আজ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে। মৃত নারীর নাম রাহেলা বেগম (৭৫)। ন উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রি গ্রামের আতিকুর রহমানের স্ত্রী তিনি।

জানা যায়, আজ দুপুর ১টা ৩০ মিনিটের সময় জৈন্তাপুর উপজেলা সদরের ফতেখা রোড সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সম্মুখে রাহেলাকে দ্রুতগামী চাপা দিয়ে পালিয়ে যায় একটি মিনি ট্রাক। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানের কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা দিয়ে তাকে প্রেরণ করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তবে ওসমানী হাসপাতালে নেওয়ার পথেই মারা যান রাহেল বেগম। এ ঘটনায় রাহেলার ছেলে আবুল বাশার বাদি হয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও দীর্ঘদিন হতে রাত-দিন সমানভাবে উপজেলার গোয়াবাড়ীর এলাকার বিভিন্ন সরকারি টিলা ও পাহাড় হতে অবৈধভাবে পাথর উত্তোলন করে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। প্রশাসন এ বিষয়ে পালন করে আসছে নিরবতা। কোনো প্রকার আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় পাথরখেকো চক্র বেপরোয়া হয়ে নিষিদ্ধ এলাকা হতে পাথর বোঝাই করে ট্রাক দিয়ে দ্রুতগতিতে পরিবহনের সময় ঘটে এসব দুর্ঘটনা।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, মৃত্যুর বিষয়ে জানা নেই, আমরা খোঁজ নিচ্ছি। নিহতের স্বজনরা অভিযোগ করলে গ্রহণ করা হবে আইনগত ব্যবস্থা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ