Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিলেটে ব্র্যাকের ‘ক্যারিয়ার হাব’ এর উদ্বোধন

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ৬:২১ পিএম | আপডেট : ৭:৪৩ পিএম, ১৫ মার্চ, ২০২২

কর্মদক্ষ যুবসমাজ তৈরির লক্ষ্যে চাকরি-প্রত্যাশীদের দক্ষতা এবং আকাঙ্ক্ষার মাঝে সংযোগ স্থাপন করতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনারে আনুষ্ঠানিকভাবে সিলেটে ‘ক্যারিয়ার হাব’ এর উদ্বোধন করেছে ব্র্যাক। এর মাধ্যমে ক্যারিয়ার হাবের লক্ষ্য-উদ্দেশ্য ছাড়াও এর বিভিন্ন সার্ভিসগুলো বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রী এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের চাকরিদাতাদের সামনে তুলে ধরা হয়।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে ব্র্যাকের ক্যারিয়ার বিষয়ক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ তরুণ প্রজন্মকে সবসময় ভালো তথ্যের খোঁজ, ছাত্র অবস্থায় যেকোন ধরণের কর্মের অভিজ্ঞতা নিয়ে রাখার চেষ্টা এবং নিষ্ঠার সাথে যেকোন কাজ করার উপদেশ দেন। এসময় ইউনিসেফ বাংলাদেশ এর প্রতিনিধি শেলডন ইয়েট দেশের তরুণদের সম্ভাবনার চূড়ায় পৌঁছানোর লক্ষ্যে ব্র্যাকের এ উদ্যোগের অংশ হতে পেরে ইউনিসেফের প্রতিনিধি হিসেবে খুবই আনন্দিত বোধ করছেন বলে নিজ বক্তব্যে উল্লেখ করেন। এছাড়া জেনারেশন লিমিটেডের গ্লোবাল সিইও কেভিন ফ্রে ‘ক্যারিয়ার হাব’ গ্লোবাল সিটিজেনের মূলমন্ত্রকে প্রতিনিধিত্ব করে বলে দাবি করে বলেন, “ক্যারিয়ার হাব অনেকটা গ্লোবাল সিটিজেনের মূলমন্ত্রকে প্রতিনিধিত্ব করছে, যা হল প্রয়োজনীয় সকল ধরনের সুযোগের সাথে সংযুক্ত করার মাধ্যমে বাংলাদেরশের তরুণদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা।”
বক্তৃতা পর্ব শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ‘ক্যারিয়ার হাব’ এর উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। ক্যারিয়ার হাবের উদ্বোধন শেষে সেন্ট্রাল অডিটোরিয়ামে কনসার্টের আয়োজন করা হয়। এতে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড সংগঠন ‘নোঙ্গর’, অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড ‘নেমেসিস’ এর গান পরিবেশনার মধ্য দিয়ে সিলেটে ক্যারিয়ার হাবের এই মনোরম আয়োজনের পর্দা নামে।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাকের একজিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ, ব্র্যাক স্কিলস ডেভেলাপমেন্ট প্রোগ্রাম এবং গ্লোবাল রিসোর্স মোবিলাইজেশন এন্ড পার্টনারশিপের ইনচার্জ তাসমিয়া তাবাসসুম রহমান, বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট, জেনারেশন আনলিমিটেড (জেন-ইউ) এর গ্লোবাল সিইও ড. কেভিন ফ্রে।

উল্লেখ্য, দেশের যুবসমাজকে কর্মদক্ষ করে তুলতে ব্র্যাক তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই সাথে সামঞ্জস্য রেখে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচী (এসডিপি) কোভিড-১৯ মহামারির মধ্যেই ২০২০ সালে ক্যারিয়ার হাবের কার্যক্রম শুরু করে, যেটি চাকরী নিয়োগকর্তা এবং চাকরি-প্রতাশীদের মধ্যকার সংযোগ স্থাপনকারী একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পায়। প্রথমে রংপুরে পরীক্ষামূলকভাবে ক্যারিয়ার হাবের যাত্রা শুরু হয় এবং পরবর্তী বছর ইউনিসেফের অর্থায়নে সিলেটেও এর কার্যক্রম শুরু হয়। বর্তমানে রংপুর ও সিলেটে দুটি অফলাইন ক্যারিয়ার সার্ভিস সেন্টার চালু রয়েছে। ক্যারিয়ার এবং শ্রম বাজারের চ্যালেঞ্জ মোকাবেলায় এই প্ল্যাটফর্মটিকে একটি সামগ্রিক সমাধান হিসাবে চাকরি-প্রতাশী তরুণ এবং নিয়োগকর্তাদের উদ্দেশ্যে পরিকল্পনা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ