Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেবাজের জন্য ওয়েব সিরিজ বানাচ্ছেন অনন্য মামুন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ৬:১৬ পিএম

সিনেবাজের জন্য ওয়েব সিরিজ বানাচ্ছেন নির্মাতা অনন্য মামুন। ওয়েব সিরিজটির নাম ‘মিষ্টির প্যাকেট’। জানা গেছে এটি ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজের সবচেয়ে বড় বাজেটের ওয়েব সিরিজ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

এই বিষয়ে অনন্য মামুন বলেন, ‘সিনেবাজের সাথে চুক্তি সাক্ষর করলাম। ‘মিষ্টির প্যাকেট’ একটি সাইকো থ্রিলার ওয়েব সিরিজ’। এ সিরিজে কারা অভিনয় করবেন তা এখনি বলছি না। তবে অভিনয়শিল্পীদের বিষয়টি নিয়ে অনেক বড় ধামাকা আছে। আমার বিশ্বাস এটি আমার জীবনের অন্যতম একটি সেরা কাজ হতে যাচ্ছে।’

ওয়েব সিরিজটিতে কারা অভিনয় করছেন এই বিষয়ে আগামী ২০ মার্চ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন।

এদিকে অনন্য মামুন সম্প্রতি শেষ করেছেন তার নতুন সিনেমা ‘রেডিও’র কাজ। সিনেমাটি নির্মিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে। এই সিনেমায় ১৫ বছর পর জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও অভিনেত্রী জাকিয়া বারী মম।

তরঙ্গ প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী। খুব শিঘ্রই সিনেমাটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হবে। এরপর প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ