Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাবিপ্রবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ৫:৩৫ পিএম

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) চতুর্থবারের মতো আন্তর্জাতিক উদ্যোক্তা প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’ ২০২২ এর অন ক্যাম্পাস রাউন্ডের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইনস্টিটিউ অব ইনফরমেশন সায়েন্স (আইআইএস) অনুষ্ঠানটি আয়োজন করেছে। ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে, রোড টু হ্যাভেন, রানার্স আপ হয়েছে ব্লকচেইন ফ্রিল্যান্সারস।

আইআইএস পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এটি অত্যন্ত সুন্দর একটি আয়োজন। ২০১৮ সাল থেকে নোবিপ্রবিতে ‘হাল্ট প্রাইজ’ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়ে আসছে, যা খুবই প্রশংসনীয়। এর মাধ্যমে নতুন নতুন আইডিয়া উঠে আসছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভেতর থেকে ভবিষ্যতের উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। এ ধরণের একটি প্রতিযোগীতার আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস (আইআইএস) এর আয়োজনে প্রতিযোগিতায় টিম রেজিস্ট্রেশন চলে ৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত। প্রতিযোগীতার প্রিলিমিনারি রাউন্ডে ৩২টি টিম অংশগ্রহণ করে। প্রিলিমিনারি রাউন্ডে নির্বাচিত ১০টি টিম সেমিফাইনালে অংশগ্রহণ করে এবং চূড়ান্ত ৬টি টিম ফাইনালের জন্য নির্বাচিত হয়। প্রতিযোগীরা ৩-৪ জনের টিম আকারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের এবারের প্রতিপাদ্য হলো ‘গেটিং দ্যা ওয়ার্ল্ড ব্যাক টু ওয়ার্ক’। ফাইনালে প্রতিযোগীরা তাদের আইডিয়ার মাধ্যমে ২০২৪ সালের মধ্যে দুই হাজার কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তুলে ধরে।

প্রতিযোগীতার মেন্টর হিসেবে ছিলেন ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা, সহকারী অধ্যাপক শামীমা ইয়াসমিন, সহকারী অধ্যাপক রাজেশ কুমার দাস, সহকারী অধ্যাপক মো. ইমদাদুল ইসলাম এবং সহকারী অধ্যাপক মো. আবদুল করিম। ফাইনালের বিচারক হিসেবে ছিলেন, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিইসিই বিভাগের প্রধান প্রফেসর ড. তৌহিদ ভূইয়া, ব্রিটিশ কাউন্সিলের এক্সামিনেশন সার্ভিসেসের বিজনেস ডেভেলপমেন্টের প্রধান সারওয়াত রেজা, নিউজিল্যান্ডের ডাব্লিউএএসডিএ এর ডিন আহমেদ বারী ও এবং বিজনেস ডেভেলপমেন্টের ম্যানেজার সাদিয়া ইসলাম। এসময় আইআইএসের শিক্ষক, অর্গানাইজার ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন, আইআইএস এর নব-নিযুক্ত প্রভাষক মো. আতিকুজ্জামান, মো. মোজাম্মেল ভূইয়া এবং মো. সাকিব বিশ^াস।

আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে আছে নোবিপ্রবি সাংবাদিক সমিতি, ই-লার্নিং পার্টনার বহুব্রীহি, ক্রিয়েটিভ পার্টনার প্রিন্ট গ্যালারি, কসটিউম পার্টনার টুয়েলভ ক্লথিং, ফুড পার্টনার নাইস গেস্ট হাউজ।

উল্লেখ্য, হাল্ট প্রাইজ হলো শিক্ষার্থীদের নোবেল খ্যাত বিশে^র সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা, যা জাতিসংঘ, ক্লিনটন ইনিশিয়েটিভস এবং হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুলের যৌথ আয়োজনে বিশে^র ১০০টিরও অধিক দেশে আয়োজিত হয়ে থাকে। প্রতিযোগিতার মাধ্যমে জাতিসংঘের চিহ্নিত সমস্যার সমাধান এবং তা বাস্তবায়নের জন্য বিজয়ীদের ১ মিলিয়ন ডলার পুরস্কার প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ