Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের দায়ে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ৫:১৭ পিএম

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও

প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগে পেনাল কোডের ১২৪ (ক) ধারায় এবার
দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার
দুপুরের দিকে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার
বুধবার আদালতে আদেশের জন্য রাখেন।

মামলার অভিযোগে বলা হয়, আক্কেলপুর নূরিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা
মো: আ: মান্নান শরীফ ৩রা অক্টোবর ২০০১ মাদ্রাসার অফিস কক্ষে টানানো
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি নামাইয়া ভাঙচুর করিয়া
বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালাগালসহ এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করে।
ইতোপূর্বে বিষয়টি মহাপরিচালক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরসহ
প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও আসামীর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায়
আদালতে মামলা দায়েরে বিলম্ব হয়।

এবিষয়ে মামলার অভিযুক্ত মাদ্রাসা সুপার মাওলানা মো: আ: মান্নান শরীফ
সাংবাদিকদের বলেন, তিনিএকজন আওয়ামীলীগ কর্মী দাবী, এসব অভিযোগ সম্পূর্ন
মিথ্যা ও বানোয়াট একটি ওয়াকফা ষ্টেট ও মাদ্রাসা পরিচালনা কমিটি নিয়া
বিরোধের জেরে ইউসুফ আলী বয়াতী সরকারের বিভিন্ন দপ্তরে একের পর এক অভিযোগ
করার পর এবার আদালতে মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, আদালতে এ মামলা দায়ের করেন কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়নের ৭ নং
ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: ইউসুফ আলী বয়াতী এবং বাদী পক্ষে
মামলাটি উপস্থাপন করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট
মো: সাইদুর রহমান। আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া মামলা দায়েরের
সত্যতা স্বীকার করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ