বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কাকনী ইউনিয়নের দোগাছি গ্রামে খাদেমুল হকের কন্যা শিশু রৌজামনি(২)এবং রুবেল মিয়ার কন্যা শিশু রাইসামনি(৩)নামে দুই শিশুর টিউবওয়েলের পানি জমে থাকা গর্তে পড়ে মারা যাবার ঘটনা ঘটেছে।
১৫ মার্চ (মঙ্গলবার)সকাল ১১ টার সময় এই ঘটনাটি ঘটে।
তারাকান্দা থানা পুলিশের এসআই সাইদুর রহমান এবং এসআই আবুল কালাম জানান,মৃত শিশুদ্বয় রৌজামনি এবং রাইসামনি সম্পর্কে চাচাতো বোন।একটি প্লাস্টিকের বদনা নিয়ে খেলার সময় বদনাটি কোন কারণে টিউবওয়েলের পানি জমে সৃষ্ট গর্তে পড়ে যায়।তখন হয়তোবা বদনাটি তুলতে গিয়েই একে একে শ্যাওলাভর্তি সেই গর্তে পড়ে মারা যায় দুইবোন।বিষয়টি প্রথমে টের পায় রৌজামনির বাবা খাদেমুল হক।এরপর শিশু দুটিকে সেখান থেকে তুলে ফুলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাদের মৃত ঘোষণা করেন।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মৃত শিশুদের দেখতে খাদেমুল এবং রুবেলের বাড়িতে ভীড় জমিয়েছে এলাকাবাসী।
এই বিষয়টি নিয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের এর সাথে কথা বললে তিনি জানান,মৃত্যুর বিষয়টি সত্যিই হৃদয়বিদারক।ঘটনাস্থলে পুলিশের সদস্যরা গিয়েছেন।আইনানুগ প্রক্রিয়া চালু রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।